মার্কসিটসহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম [ সকল বোর্ড ]

মার্কসিটসহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম [ সকল বোর্ড ]



আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। এডুব্লগ২৪.কম ব্লগে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আর্টিকেলটি সাজিয়েছি এসএসসি ২০২৪ রেজাল্ট সম্পর্কিত একটি আর্টিকেল নিয়ে।


আমরা আজকের একটি পিডিএফ ফাইল আপনাদের মাঝে শেয়ার করবো। তবে এখানে লক্ষনীয় যে, এই পিডিএফ ফাইল গুলো আমরা নিজেরা তৈরি করিনা । ইতোমধ্যে গুগলে আপলোড করা হয়েছে সেগুলো আমরা সংগ্রহ করি এবং সেটা আমাদের ব্লগে শেয়ার করি। 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হইতো জানো যে,  ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ১১/১২ মে ২০২৪ তারিখে প্রকাশ করা হবে। নির্দিষ্ট ভাবে কোনো তারিখ ফিক্স করা হয়নি। তবে অনুমান করা হচ্ছো আগামী ১১/১২ মে প্রকাশ করা হতে পারে।

তো অনেকেই হইতো জানে না কি কিভাবে অনলাইনে রেজাল্ট দেখতে হয়। তাদের জন্য মূলত আমরা আজকের আর্টিকেলটি সাজিয়েছি। আমাদের আজকের আর্টিকেলের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা সম্পর্কিত সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো।

আপনি যদি এসএসসি ২০২৪ পরীক্ষার্থী হয়ে থাকেন এবং ফলাফল দেখার জন্য যদি আমাদের এই ওয়েবসাইট ভিজিট করেন তাহলে আমি বলবো আপনি সঠিক যাইগায় এসেছেন। আপনি আমাদের ওয়েবসাইটের সাহায্যে খুব সহজে আপনার কাঙ্খিত ফলাফল দেখে নিতে পারেন।

এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪

প্রিয় শিক্ষার্থী আপনি যদি এসএসসি ফলাফল জানতে চান তাহলে আপনি আগামী ১১/১২ মে ২০২৪ তারিখে সকাল ১০:৩০ টাই নিজ বিদ্যালয় বা অনলাইনে খুব সহজে দেখে নিতে পারেন। নিম্নে আমি কয়েক ওয়েবসাইট লিংক ও নিয়ম বলে দিলাম চাইলে এই গুলো সংগ্রহ করে রাখতে পারেন। ফলাফল পাবলিশ হয়ে গেলে এই ওয়েবসাইট গুলো ভিজিট করে খুব সহজে আপনি আপনার কাঙ্খিত ফলাফল জানতে পারেন।

এসএসসি রেজাল্ট ২০২৪

নিম্নে কয়েকটি ওয়েবসাইট উল্লেখ করা হলোঃ-
  1. https://www.dhakaeducationboard.gov.bd/
  2. https://bise-ctg.portal.gov.bd/
  3. https://comillaboard.portal.gov.bd/
  4. https://rajshahieducationboard.gov.bd/
  5. https://www.jessoreboard.gov.bd/
  6. https://barisalboard.portal.gov.bd/
  7. https://sylhetboard.gov.bd/
  8. https://dinajpureducationboard.gov.bd/
  9. https://bmeb.gov.bd/
  10. https://bteb.gov.bd/
এখানে ১০ টি বোর্ডের লিংক দেওয়া হলো আপনি চাইলে আপনার নিজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারেন। এইটা যদি না পারেন তাহলে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন-

SSC Result 2024

নিম্নক্ত আরো কয়েকটি উপায়ে আপনি আপনার ফলাফল দেখতে পারেন।
http://www.educationboardresults.gov.bd/ বা এখানে ক্লিক করুন।

লিংকে ক্লিক করলে নিম্নে দেখানো ওয়েবসাইট আপনার সামনে প্রদর্শিত হবে।

SSC Result 2024

👉👉ইসলামী ব্যাংক লোন পদ্ধতি কি?

মার্কসিটসহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

উপরে দেওয়া ওয়েসাইটে প্রবেশ করে নিচের নিয়ম ফলো করুন।
  • Examination: এখানে পরীক্ষা নাম সেলেক্ট করুন। যেমন - SSC
  • Year: পরীক্ষার সাল ‍নির্বাচন করুন। যেমন - 2024
  • Board: বোর্ড নির্বাচন করুন। যেমন - Jessore
  • Roll: আপনার এসএসসি রোল দিন। যেমন - 239457
  • Reg:No: আপনার এসএসসি রেজিষ্ট্রেশন নাম্বার দিন। যেমন - 1010101010
  • Captcha: একটি ক্যাপচা পুরণ করুন। যেমন - [5+7=12]
Submit বাটনে ক্লিক করুন। তারপর দেখবেন আপনার রেজাল্ট আপনার সামনে প্রদর্শিত হচ্ছে।

এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়মে

এসএমএস মাধ্যমেও আপনি আপনার কাঙ্খিত ফলাফল দেখতে পারেন। এর জন্য আপনাকে নিচের নিয়ম অনুসরণ করতে হবেঃ-
প্রথমত মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে- SSC (স্প্যাস) Board Name [first 3 Letters] (স্প্যাস) Roll (স্প্যাস) Year টাইপ করে সেন্ড করতে হবে 16222 নম্বরে। নিচে একটি উদাহরণ দেওয়া হলোঃ-
 
উদাহরণঃ SSC JES 242425 2024 Send to 16222

আশাকরি এই কয়েকটি নিয়ম অনুসরণ করে আপনি আপনার এসএসসি ফলাফল দেখতে পারবেন। আমাদের আজকের আর্টিকেল এই পর্যন্ত। সবাই বালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ট্যাগঃ SSC Result 2024 Published Date,SSC result Chek,এসএসসি রেজাল্ট চেক,রেজাল্ট,রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট,রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট 2024,মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম,রেজাল্ট দেখার নিয়ম 2024,রেজাল্ট দেখার ওয়েবসাইট,এসএসসি রেজাল্ট চেক 2024,মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম,অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম

0/Post a Comment/Comments