ইসলামী ব্যাংক লোন পদ্ধতি কি? ইসলামী ব্যাংক কিভাবে ঋণ দেয়?

ইসলামী ব্যাংক লোন পদ্ধতি কি ইসলামী ব্যাংক কিভাবে ঋণ দেয়


আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। এডুব্লগ২৪.কম ব্লগে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আর্টিকেলটি সাজিয়েছি লোন সম্পর্কিত একটি আর্টিকেল নিয়ে।


আমরা আজকের একটি পিডিএফ ফাইল আপনাদের মাঝে শেয়ার করবো। তবে এখানে লক্ষনীয় যে, এই পিডিএফ ফাইল গুলো আমরা নিজেরা তৈরি করিনা । ইতোমধ্যে গুগলে আপলোড করা হয়েছে সেগুলো আমরা সংগ্রহ করি এবং সেটা আমাদের ব্লগে শেয়ার করি। 

আমাদের আজকের ব্লগের মূল বিষয় হলোঃ-[ইসলামী ব্যাংক হাউজ লোন কিভাবে নিবো?]

আমাদের সবারই কমবেশি স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করার। কিন্তু অনেকেরই আর্থিক সমস্যার কারণে এই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আবার অনেকের স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি ক্রয় করা। নানান রকম সমস্যার কারনে েএটি সমাধান হয়না।

তো এই সমস্যার সমাধান ঘটাতে একটি সহায়তার হাত বাড়িয়েছে ইসলামি ব্যাংক। কেননা ইসলামি ব্যাংক দিচ্ছে হাউন লোন। আর এই লোনের মাধ্যমে একজন দুঃস্থ ব্যক্তি বা মধ্যম আয়ের লোক স্বল্প সুদে বাড়ি কেনার সুযোগ পায়।

ইসলামী ব্যাংক হাউস লোনের কিছু সুবিধাঃ

ইসলামী ব্যাংক হাউস লোনের বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট রয়েছে যা নিচে উল্লেখ করা হলোঃ-

স্বল্প সুদের হারঃ ইসলামী ব্যাংক হাউস লোনের সুদের হার অন্যান্য ব্যাংকের তুলনায় একটু কম হয়ে থাকে।
দীর্ঘ মেয়াদঃ ইসলামী ব্যাংকের হাউস লোনের মেয়াদ ১০-৩০ বচর পর্যন্ত হয়ে থাকে।
সহজ শর্তঃ ইসলামী ব্যাংক হাউস লোনের জন্য যোগ্যতা অর্জনের শর্তাবলী অন্যান্য ব্যাংকের তুলনায় সহজসাধ্য হয়ে থাকে।

ইসলামী ব্যাংক হাউস লোনের যোগ্যতা

ইসলামী ব্যাংক হাউস লোনের জন্য একজন আবেদনকারীর অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবেঃ-
নাগরিকত্বঃ বাংলাদেশী নাগরিক।
বয়সঃ আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
ইনকাম সোর্সঃ চাকরি বা ব্যবসা
মাসিক আয়ঃ ৩০,০০০ টাকা তার বেশি

ইসলামী ব্যাংক হাউস লোনের আবেদন প্রক্রিয়া

ইসলামী ব্যাংক হাউস লোনের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত আগজপত্র দাখিল করতে হবেঃ-
  1. আবেদন ফরম
  2. জাতীয় পরিচয়পত্র/এনআইডি
  3. পাসপোর্ট সাইজ ছবি
  4. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  5. চাকরির নিয়োগপত্র বা ব্যবসায়ের লাইসেন্স
  6. আয়ের প্রমাণপত্র
  7. সম্পত্তির প্রমাণপত্র

আবেদনপত্র পুরণের পর আবেদনকারীকে ব্যাংক কর্তৃক নির্ধারিত ফি জমা দিতে হবে। আবেদনপত্র ব্যাংক কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে গ্রহণ করবে। আবেদনকারী যদি যোগ্য হলে ঋণ প্রদান করবে।


শেষ কথাঃ ইসলামী ব্যাংকের এই হাউস লোন একজন দুঃস্থ ব্যক্তি বা মধ্যম আয়ের ব্যক্তির স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। তো যাদের নিজের পছন্দমত বাড়ি করার ইচ্ছা তার চাইলে ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন।

ট্যাগঃ ইসলামী ব্যাংক,ইসলামী ব্যাংক হাউস লোন,ইসলামী ব্যাংক হাউজ লোন কি,ইসলামী ব্যাংক লোন পদ্ধতি জেনে নিন,ইসলামী ব্যাংক হোম লোন,ইসলামী ব্যাংক হোম লোন ইন্টারেস্ট রেট,ইসলামী ব্যাংক লোন ইন্টারেস্ট রেট,ইসলামী ব্যাংক পার্সোনাল লোন,ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ,ইসলামী ব্যাংক সিসি লোন,ইসলামী ব্যাংক লোন ক্যালকুলেটর,ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি,ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি

0/Post a Comment/Comments